ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ৬৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, সেপ্টেম্বর ২৩, ২০১৮
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ৬৪

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বোমা, মাদকদ্রব্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ২৬টি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, দুই লিটার মদ ও ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যে জানা যায়, অভিযান চালিয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ১২ জন, কুমারখালী থানা পুলিশ ১২ জন, দৌলতপুরে ১৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নয় জন, মিরপুরে পাঁচ জন, ভেড়ামারায় নয় জন ও খোকসা থানার পুলিশ তিন জনকে আটক করেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।