ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

২৪ ঘণ্টা পর লালমনিরহাট-ঢাকা রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, সেপ্টেম্বর ২৩, ২০১৮
২৪ ঘণ্টা পর লালমনিরহাট-ঢাকা রেল যোগাযোগ সচল দেবে যাওয়া ব্রিজটি মেরামত করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: ২৪ ঘণ্টা পর লালমনিরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে। বগুড়ার সোনাতলা এলাকার দেবে যাওয়া ব্রিজটি মেরামত করার পর এ রুটে রেল যোগাযোগ সচল হয়। 

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন।

এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ রেল রুটের বগুড়া সোনাতলা ৩৫/এফ নম্বর ব্রিজের একাংশ দেবে গেলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট-ঢাকা রুটের বগুড়ার সোনাতলা এলাকায় শনিবার দুপুরে ২৫/এফ নম্বর ব্রিজ বন্যার পানির কারণে দেবে যায়। ফলে এ রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে প্রকৌশল বিভাগ শনিবার বিকেলে ব্রিজ মেরামত কাজ শুরু করলে রোববার দুপুর দেড়টায় যোগাযোগ সচল হয়।

বগুড়ার সোনাতলা স্টেশনে অপেক্ষায় থাকা দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টায় মেরামত করা ব্রিজ অতিক্রম করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।