ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মহালছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, সেপ্টেম্বর ২২, ২০১৮
মহালছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১ চেঙ্গী ব্রিজের একাংশ ভেঙে মালবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি থানা সংলগ্ন চেঙ্গী ব্রিজের একাংশ ভেঙে মালবাহী একটি ট্রাক নদীতে পড়েছে। এতে মো. মোমিন (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি মহালছড়ির জয়সেন পাড়ার মৃত আনসার আলীর ছেলে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, শনিবার সকালে খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে পাথরবোঝাই ট্রাকটি উপজেলার মোবাছড়ি এলাকার দিকে যাচ্ছিলো।

পথে ট্রাকটি চেঙ্গী বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ট্রাকের চালকসহ ৩ জনকে উদ্ধার করেন। তবে মোমিন নামে একজন নিখোঁজ রয়েছেন।
 
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের কাজ চলছে। বেইলি সেতুটি অনেক পুরনো বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।