ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, সেপ্টেম্বর ২২, ২০১৮
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

যশোর: যশোরে দুই দল মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে শহিদুল ইসলাম ওরফে ট্যারা তপন (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) ভোরে যশোর শহরতলীর চাঁচড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত শহিদুল চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ভোরে চাঁচড়া এলাকায় দুই দল মাদক বিক্রেতাদের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চিহ্নিত মাদকবিক্রেতা ট্যারা তপনের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। একইসময় মরদেহের পাশ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত শহিদুলের বিরুদ্ধে হত্যা, মাদক, বিস্ফোরকসহ ১৪টি মামলা রয়েছে।

ওসি ধারণা করা হচ্ছেন, মাদক বিক্রেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।