ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ডিএনসিসি’র প্যানেল মেয়র ওসমান গণির ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, সেপ্টেম্বর ২২, ২০১৮
ডিএনসিসি’র প্যানেল মেয়র ওসমান গণির ইন্তেকাল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডিএন‌সি‌সির প্রধান তথ্য কর্মকর্তা এএসএম মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্যানেল মেয়র ওসমান গণি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।  গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

মরহুমের মরদেহ রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।  

তার (ওসমান গণি) মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।