ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, সেপ্টেম্বর ২২, ২০১৮
গৌরনদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক আটক হওয়া যুবক

বরিশাল: বরিশাল জেলার গৌরনদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। 

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরদী গ্রামে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।

আটক মো. ফরিদ সরদার (২৫) গৌরনদীর সুন্দরদী এলাকার মো. হবিজ সরদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সুন্দরদী গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান, কালো রংয়ের ২টি চাকু ও ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ফরিদ সরদারকে অাটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।