ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ২১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

মাদারীপুর: বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ছোট লঞ্চগুলো বন্ধ রাখা হয়। শুধু মাত্র বড় ১০/১২টি লঞ্চ চলাচল করছে।

 

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ঝড়ো বাতাস বইছিলো। দুপুরে বাতাসের বেগ বাড়তে থাকলে মাঝ পদ্মা উত্তাল হয়ে উঠে। এজন্য দুর্ঘটনা এড়াতে ছোট লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। বড় লঞ্চগুলো ধারণ ক্ষমতার চেয়েও কম যাত্রী নিয়ে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।