ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজৈরে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, সেপ্টেম্বর ২১, ২০১৮
রাজৈরে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ১ জাল টাকাসহ আটক ব্যক্তি

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ মিলন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজৈর উপজেলার চর কাশিমপুর এলাকার বৈরাগীর বাজারের একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

আটক মিলন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার কুলিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চরকাশিমপুর বৈরাগীর বাজারে জিয়াউল হাওলাদার নামে এক ব্যক্তির কম্পিউটারের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় এক হাজার টাকার ৪৮টি, ৫০০ টাকার এক হাজার দুইশ ২০টি ও ১০০ টাকার ১৬টি (মোট ছয় লাখ ৫৯ হাজার ছয়শ) টাকার জাল নোট উদ্ধার এবং জাল টাকার নোট তৈরি করার সরঞ্জামসহ মিলন আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে বিষয়টি টের পেয়ে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্য জিয়াউল হাওলাদার ও মোজাম্মেল হক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।