ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, সেপ্টেম্বর ২১, ২০১৮
বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় ভাজন আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভাজন আলী টাঙ্গাইল কালিহাতি উপজেলার মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি বিমানবন্দর এলাকায় থাকতেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, বনানী সৈনিকক্লাব এলাকার রেললাইনে ঢাকা থেকে খুলানাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ভাজন আলীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঘটনার সময় ভাজন আলী মোবাইলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। তাই অসাবধানতার কারণে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।