ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মাদক হচ্ছে সমস্ত অপরাধের মা-বাবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, সেপ্টেম্বর ২০, ২০১৮
মাদক হচ্ছে সমস্ত অপরাধের মা-বাবা  মতবিনিময় সভা

হবিগঞ্জ: হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীরা সমস্ত অপরাধের মা-বাবা। মাদককে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই অপরাধের বড় অংশ হ্রাস পাবে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা হচ্ছেন পুলিশের আরেক হাত।

অনেক সময় পুলিশের পক্ষে অসম্ভব কোনো কাজও করে দেখাতে পারেন তারা।

এ সময় হবিগঞ্জে ইভটিজিং এবং বেপরোয়া যানবাহন চলাচলে পুলিশের কঠোর ভূমিকায় অবস্থান করবে বলেও জানান নবাগত এই পুলিশ সুপার।

মতবিনিময় সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, বর্তমান সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।