ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, সেপ্টেম্বর ২০, ২০১৮
দৌলতপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার অস্ত্রসহ গ্রেফতার যুবক ইমরান হোসেন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর অস্ত্র ও গুলিসহ ইমরান হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার  (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ইমরান দৌলতপুর তেকালা পূর্বপাড়া এলাকার ইয়ার আলীর ছেলে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ব্যাঙ্গগাড়ী মাঠ মোড়ে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।  

দৌলতপুর থানায় তার নামে অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।