ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নাজিমুদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ২০, ২০১৮
নাজিমুদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছেন নিহত ব্যক্তি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার নাজিমুদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।

তিনি জানান, দুপুরে ওই রোডে কারগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।