ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বাবু সোনা হত্যা মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টেম্বর

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, সেপ্টেম্বর ২০, ২০১৮
বাবু সোনা হত্যা মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুর।

রংপুর: অধিকতর পর্যবেক্ষণের জন্য রংপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর (বুধবার) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন।

এরআগে সকাল সাড়ে ৯টার দিকে বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপা ও তার প্রেমিক কামরুল মাস্টারকে পুলিশি নিরাপত্তায় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পরে বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা আদালতে দাখিল করা নথিপত্র অধিকতর পর্যবেক্ষণের জন্য সময় বাড়িয়ে আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।  

এরআগে গত ১৩ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রংপুরের চিফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০ পৃষ্ঠার  অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।