ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

থানা থেকে ওসির মোটরসাইকেল চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, সেপ্টেম্বর ২০, ২০১৮
থানা থেকে ওসির মোটরসাইকেল চুরি!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলামের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) থানা চত্বরে থেকে দিনের কোনো এক সময় মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে বাংলানিউজকে জানান ওসি শফিকুল ইসলাম।

তিনি জানান, সম্প্রতি পৌনে দুই লাখ টাকা দিয়ে বাজাজ কোম্পানির ১৫০ সিসি পালসার মোটরসাইকেল কিনেছিলেন।

ওসি এমএ হক জানান, বিকেলে খোঁজ নিয়ে দেখা যায় নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। তবে পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।

এরআগে গত ১৪ আগস্ট থানার ভেতর থেকে সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীনের টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।