ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড, তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, সেপ্টেম্বর ১৩, ২০১৮
সচিবালয়ে অগ্নিকাণ্ড, তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়ের চার নম্বর ভবনের সপ্তম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব আশাফুর রহমানের কক্ষে ধরা ওই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০মিনিটের দিকে ওই ভবনের ৬২৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

সচিবালয় ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার আরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, এসি ব্যবহারের জন্য বৈদ্যুতিক সুইচ বোর্ডের ওপর ভেজা টাওয়াল ছিল।

সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আমরা খবর পেয়ে আসার আগেই তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।  

সচিবালয়ের এ ভবনে আইন মন্ত্রণালয় ছাড়াও কৃষি, খাদ্য, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে।

এদিকে, সচিবালয়ে আগুন লাগার খবরে অফিস দিবসের শেষ সময়ে বের হতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই আগুন লাগার খবরে তাড়াহুড়ো করে নামতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।