ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ইয়াবাসহ ৪ মাদকবিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ১৩, ২০১৮
হবিগঞ্জে ইয়াবাসহ ৪ মাদকবিক্রেতা আটক 

হবিগঞ্জ: হবিগঞ্জ শহর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।  

এর আগে শংকরের মুখ এলাকার করিম রেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার সজল কুমার রায়ের ছেলে শুভন কুমার রায় (২৮), উমেদনগর মন্দির হাটি এলাকার মৃত গোপিনাথ রায়ের ছেলে বাবুল রায় (৩৮), সদর উপজেলার হরিপুর গ্রামের আলী হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের আক্রাম আলীর ছেলে কাসুম আলী (৩০)।

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ‍ ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়। আটক চারজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।