ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, সেপ্টেম্বর ১৩, ২০১৮
বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে মো. সোহাগ (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আমানতপুর গ্রামের ফরাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

নিহত মো. সোহাগ ওই বাড়ির সেলিম উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, সোহাগ বাড়ির পাশে তার চাচার দু’টি মাছের ঘের দেখাভাল করতেন। এর পাশে জিরতলী ইউনিয়নের মজুমদারহাট এলাকার কালাম (মাছ কামাল নামে পরিচিত) নামে এক ব্যক্তিরও একটি মাছের ঘের রয়েছে। সোহাগ তার ঘের থেকে মাছ ধরেছেন বলে অভিযোগ করেন মাছ কালাম। এনিয়ে বুধবার রাত ১০টার দিকে সোহাগের সঙ্গে মাছ কালাম ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে মাছ কালামের ঘেরের কর্মচারী রুবেলসহ কয়েকজন সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সোহাগকে উদ্ধার 
করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, এ ঘটনায় মামলা করে অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।