ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবার গুলিস্তানে বাস পিষিয়ে দিল যুবকের পায়ের ৪ আঙুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, এপ্রিল ১৮, ২০১৮
এবার গুলিস্তানে বাস পিষিয়ে দিল যুবকের পায়ের ৪ আঙুল আওলাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: এবার রাজধানীর গুলিস্তানের রাস্তায় বেপরোয়া বাসের চাকা পিষিয়ে দিলো আওলাদ হোসেন (২৩) নামে এক ব্যবসায়ীর বাঁ পায়ের পাতা ও চার আঙুল। চারটি আঙুলের হাড়ই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। 

বুধবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে গুলিস্তানের সিটি সুপার মার্কেটের সামনের রাস্তার পাশ ধরে হাঁটার সময় আওলাদের পায়ের ওপর উঠে যায় বাসটি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওলাদ পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকেন। গুলিস্তানের জাকির সুপার মার্কেটে এ এম গার্মেন্টস নামে একটি রেডিমেড পোশাকের দোকান আছে তার।

চিকিৎসাধীন আওলাদ বাংলানিউজকে জানান, দোকান থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে একটি কাজে যাচ্ছিলেন তিনি। সিটি সুপার মার্কেটের সামনে পৌঁছালে বিআরটিসির একটি বাস হঠাৎ তার সামনে এসে বাঁ পায়ের ওপর দিয়ে চাকা উঠিয়ে দেয়।

ঢামেক জরুরি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, আওলাদের পায়ের এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ পায়ের পাতার চারটি আঙুল চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসির্ একটি বাসের সঙ্গে স্বজন পরিবহনের একটি বাসের রেষারেষিতে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ এপ্রিল) রাতে মারা যান রাজীব।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।