ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে চাচাতো বোনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, এপ্রিল ১৮, ২০১৮
গাজীপুরে চাচাতো বোনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো বোনকে হত্যা দায়ে চাচাতো ভাই রেজাউল হায়দার বকুলকে মুত্যৃদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।

নিহত হলেন- পূবাইল এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী রহিমা খাতুন।

দণ্ডপ্রাপ্ত রেজাইল পূবাইলের নয়ানীপাড়া এলাকার মৃত. জামির উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পূবাইলের রহিমা খাতুনের জমি নিয়ে চাচাতো ভাই রেজাউল হায়দার বকুলের সঙ্গে বিরোধ ছিলো। ২০১০ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় নিহত রহিমা খাতুনের ছেলে সোলেমান টর্চ লাইট নিয়ে নদীর পাড় যাচ্চিলো। এসময় রাস্তার পাশে বসে থাকা অভিযুক্ত রেজাউল হায়দার বকুল ও তার সঙ্গীদের ওপর সোলেমানের টর্চ লাইটের আলো পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল হায়দার বকুল সোলেমানকে মারধর করে। পরে অভিযুক্ত রেজাউল বন্দুক নিয়ে রহিমা খাতুনের বাড়িতে হামলার একপর্যায় গুলি করলে ঘটনাস্থলেই রহিমা খাতুন মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হাই বাদী হয়ে দুই জনের বিরোদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রেজাউল হায়দার বকুল আদালতে উপস্থিত ছিলো।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।