ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়া ও শাহজাদপুরে ভেজাল বিরোধী অভিযানে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, এপ্রিল ১৮, ২০১৮
উল্লাপাড়া ও শাহজাদপুরে ভেজাল বিরোধী অভিযানে জেল-জরিমানা উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযানে ইউএনও আরিফুজ্জামান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, নকল দুধ তৈরির অভিযোগে মোহনপুরে অবস্থিত আকিজ কোম্পানিকে ১০ হাজার, প্রাণ কোম্পানিকে পাঁচ হাজার, আড়ং কোম্পানিকে পাঁচ হাজার, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার এবং আরও দুই মিষ্টি দোকানিকে এক হাজার করে টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও, অমরেশ চন্দ্র নামে এক মিষ্টি দোকানিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরীর দায়ে শাহজাদপুরে মাজেদ ফকির (৪৫) নামে এক ছানা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও শেহেলী লায়লা।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।