ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিজিবি’র ওপর হামলা, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য অনন্তপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ১৮, ২০১৮
বিজিবি’র ওপর হামলা, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য অনন্তপুর

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রাম। গ্রেফতার এড়াতে জড়িতদের পাশাপাশি নির্দোষরাও এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) হামলার ঘটনায় হাবিলদার সোবাহান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে আসামিরা হলেন- অনন্তপুর গ্রামের রমজান আলীর ছেলে আমিনুর রহমান (৫৫), মৃত আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০), আব্দুর রশীদ (৩২), নমিজ উদ্দিন (৩৫) ও নাজমুল হক (৩০), মজিবর রহমানের ছেলে মোফাজ্জল হোসেন মোভা (৩২), মৃত ইনছার ব্যাপারির ছেলে বাদল মিয়া (৩৫), লাড্ডু মিয়ার ছেলে মজিত মিয়া (৫১), মৃত মজাহার আলীর ছেলে এমদাদুল হক এমদাদ (৪৫) এবং নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আইয়ুব আলী (৫৫) ও তার স্ত্রী রশিদা বেগম (৪৮)।

পশ্চিম অনন্তপুর গ্রামের আর্জিনা বেগম, শেফালী খাতুন ও জয়নব বিবি বাংলানিউজকে বলেন, ঘটনার দিন থেকে গ্রামের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছেন। সন্তানদের নিয়ে আমরা ভয়ে ভয়ে সময় কাটাচ্ছি।

স্থানীয় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল বাংলানিউজকে বলেন, গ্রেফতারের ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার জন্য পুলিশ-প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে যারা জড়িত নয়, তাদের ভয়ের কোনো কারণ নেই।

সোমবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অনন্তপুর বিজিবি ক্যাম্পের ছয় সদস্যের একটি টহলদলের ওপর হামলা চালায় ওই এলাকার একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।