ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, এপ্রিল ১৮, ২০১৮
দৌলতপুরে ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলিচাপায় জহুরুল ইসলাম (৪২) নামে এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে ফিলিপনগর-তারাগুনিয়া সড়কের পিএম কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জহুরুল উপজেলার হিন্দুপাড়া এলাকার মৃত খাশমত প্রামাণিকের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে তামাকভর্তি ট্রলিতে করে আল্লারদর্গা যাচ্ছিলেন জহুরুল। পথে পিএম কলেজ সংলগ্ন এলাকায় এলে সাইড দিতে গিয়ে আরেকটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।