ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, এপ্রিল ১৮, ২০১৮
দেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন আলোচনা সভায় বক্তব্য রাখছেন নারায়ণ চন্দ্র চন্দ

ঝিনাইদহ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে কোনো শাসক বা সরকার দেশ সঠিকভাবে চালাতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি খাত এগিয়ে নিতে সক্ষম হয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে নব-নির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে কিট বক্স বিতরণ করেন।

প্রাণি সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।