ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, এপ্রিল ১৮, ২০১৮
বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ৯৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার রাওতা গ্রামের রইচ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও পূর্ণকলস গ্রামের আবুল কালামের ছেলে মনিরুল (২৮)।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাইফুল ও মনিরুল চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইয়াবা বিক্রির উদ্দেশে তারা রাজাপুর বাজারে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৯৪৭ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।