ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, এপ্রিল ১৮, ২০১৮
রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুইটি একে-৪৭, একটি অত্যাধুনিক আ্যসল্ট রাইফেল, দুইটি পিস্তল ১৫টি বুলেট এবং একটি সিলিং উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের কাইন্দা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রাঙামাটি সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রুপ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার উদ্দেশে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করছে।

এমন সংবাদের ভিত্তিতে বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, আমি সেনাবাহিনী সূত্রে জানতে পেরেছি অস্ত্র উদ্ধারের কথা। থানায় আনলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।