বুধবার (১৮ এপ্রিল) সকালে চাঁদপাই রেঞ্জের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশ মোংলা উপজেলার জয়মনি এলাকার নবীন সরদারের ছেলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিন কবির বাংলানিউজকে বলেন, পাচারের উদ্দেশে হরিণের মাংস বহনের অভিযোগে পলাশকে আটক করা হয়েছে। এসময় ১৫ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জয়মনি স্টেশন কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে পলাশের বিরুদ্ধে বন আইনে মামলা করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশকে বাগেরহাট বন আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ