মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। পরে বুধবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) নাহিদ হাসান বিষয়টি জানান।
আটকরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বিরাইপুর গ্রামের শওকত হোসেন (১৯), সৌরভ হোসেন (২১), শ্যমলী আবাসিক এলাকার আব্দুল কাদির (১৭) এবং শহরের মুসলিম পাড়ার হৃদয় মিয়া (১৭)।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) নাহিদ হাসান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং রেজাল্ট পাল্টে দেবার কথা বলে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি