বুধবার (১৮ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ইউনিটের নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আযহার দু’টি বোনাস-ভাতা পেয়ে থাকেন।
কোটা বাতিল প্রসঙ্গে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, কোটা বাতিলের কথা শুনে বাংলাদেশের লাখ লাখ মুক্তিযোদ্ধার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ রয়েছেন, তিনি দেশে ফিরলেই এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের দাবি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণার প্রতিবাদে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশের পরিকল্পনা রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল হক মালিক এবং আবু হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার ও জেলা মহিলা লীগ সভানেত্রী কহিনুর বেগম।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআই