ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনসহ নানা দা‌বি‌তে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, এপ্রিল ১৮, ২০১৮
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনসহ নানা দা‌বি‌তে মানববন্ধন  সাতক্ষীরায় নানা দা‌বি‌তে মানববন্ধন করছে নাগরিক আন্দোলন মঞ্চ । ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে পূর্ব প্রস্তু‌তি গ্রহণ, সুপেয় পানি সরবরাহ নি‌শ্চিতকরণসহ নানা নাগ‌রিক দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।

বুধবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এ মানববন্ধ‌নের আ‌য়োজন করে।

মানববন্ধনে বক্তরা বলেন, সাতক্ষীরা পৌরসভাসহ জেলার এক‌টি অংশে বছ‌রের ছয় মাস জলাবদ্ধতা থা‌কে।

জেলা শহ‌রের প্রধান সড়ক ব্যতীত সাতক্ষীরা পৌরসভার রাস্তাগুলো মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে প‌ড়ে‌ছে। শহরের প্রধান সড়ক দখল করে যত্রতত্র বাস, ট্রাক পার্কিং করার ফলে বাড়ছে যানজট। পানি নিষ্কাশনের পথগুলো দখল ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে‌ছে। সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরে মশা ও মাছির উপদ্রুপ বেড়েছে। বক্তারা অবিল‌ম্বে এসব সমস্যাগু‌লো সমাধা‌নের দা‌বি জানান।  

এ সময় নাগরিক আ‌ন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডভো‌কেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে নানা সমস্যার কথা তু‌লে ধ‌রে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ, মঞ্চের যুগ্ম আহ্বায়ক সুধাংশু শেখর সরকার, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রইফ উদ্দিন, বাসদের আবু তালেব, রিকশা-ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিয়ার রহমান,  সাবেক সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য রওনক বাসার, সালাউদ্দিন ইকবাল লোদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।