বুধবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, সাতক্ষীরা পৌরসভাসহ জেলার একটি অংশে বছরের ছয় মাস জলাবদ্ধতা থাকে।
এ সময় নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ, মঞ্চের যুগ্ম আহ্বায়ক সুধাংশু শেখর সরকার, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রইফ উদ্দিন, বাসদের আবু তালেব, রিকশা-ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য রওনক বাসার, সালাউদ্দিন ইকবাল লোদী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি