ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে অস্ত্র ঠেকিয়ে তামাক চাষিকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, এপ্রিল ১৮, ২০১৮
বান্দরবানে অস্ত্র ঠেকিয়ে তামাক চাষিকে অপহরণ

বান্দরবান: বান্দরবানে অস্ত্র ঠেকিয়ে সাইফুল ইসলাম (২৩) নামে এক তামাক চাষিকে অপহরণ করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার ছাগলখাইয়ার মামা-ভাগিনা ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে মামা-ভাগিনা ঝিড়ি এলাকায় হামলা করে অস্ত্র ঠেকিয়ে দুই তামাক চাষি সাইফুল ইসলাম ও তার বাবা আবদুল হককে (৫৩) অপহরণ করে দুর্বৃত্তরা।

পরে আবদুল হককে ছেড়ে দিলেও তার ছেলে সাইফুলকে গভীর জঙ্গলে নিয়ে যায় তারা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আলমগির বাংলানিউজকে বলেন, ভোরে দুর্বৃত্তরা হানা দিয়ে সাইফুলকে অপহরণ করে নিয়ে যায়। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অপহৃতের বাবা ও স্থানীয়রা বিষয়টি পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে জানিয়েছেন। পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।

দুই মাস আগেও উপজেলার বাইশারী ও সোনাইছড়ি এলাকা থেকে সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য এক তামাক চাষিকে অপহরণ করে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।