ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে ৬ আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, এপ্রিল ১৮, ২০১৮
শিবগঞ্জে ৬ আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করা আগ্নেয়াস্ত্র। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চারটি ওয়ান শুটার গান, দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান। এর আগে ভোরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওপর কয়লা এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এসএম আবুল এহসান বাংলানিউজকে জানান, ভোর ৭টায় নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে মনাকষা বিওপি’র একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মাস্তান মোড় পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় তিন চোরাকারবারি দু’টি মোটরসাইকেলে করে ওইদিকে গেলে তাদের ধাওয়া করে টহল দলটি। একপর্যায়ে ওপর কয়লার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ওয়ান শুটার গান, দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে দুই চোরাকারবারিকে আসামি করে শিবগঞ্জ থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।