ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিখোঁজের ৩ দিন পর ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, এপ্রিল ১৮, ২০১৮
নিখোঁজের ৩ দিন পর ট্রাক চালকের মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. আরিফ (১৮) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় শৌলা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।


 
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ প্রতিদিনের মতো শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আরিফের পরিবার থেকে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বুধবার সকালে উপজেলার বড় শৌলা গ্রামের একটি খালে আরিফের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক মাজহারুল আমীন বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি খালে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।