বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় শৌলা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ প্রতিদিনের মতো শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আরিফের পরিবার থেকে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বুধবার সকালে উপজেলার বড় শৌলা গ্রামের একটি খালে আরিফের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক মাজহারুল আমীন বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি খালে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরএ