ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৃষ্টি হতে পারে বৈশাখের প্রথমদিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ১৩, ২০১৮
বৃষ্টি হতে পারে বৈশাখের প্রথমদিনে বৃষ্টি

ঢাকা: বৈশাখের প্রথমদিন শনিবার (১৪ এপ্রিল) রাজধানীসহ দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

শাহিনুল ইসলাম বলেন, আমাদের পূর্বাভাস প্রতি ৬ ঘণ্টা পর পর হালনাগাদ হয়।

বর্তমানে আকাশ পরিষ্কার রয়েছে। তবে যেহেতু এখন কালবৈশাখীর সময়, তাই প্রতি ৬ ঘণ্টায় আবহাওয়ায় যে কোনো পরিবর্তন আসতে পারে। এখন আবহাওয়ার যে অবস্থা, তাতে শনিবার রাজধানীসহ দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, তবে, এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সকাল ৮টায়  সারা দেশের আবহাওয়া পরিস্থিতি হালনাগাদ হলে আরেকটি পূর্বাভাস দেওয়া হবে। তখনই এ ব্যাপারে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে ঢাকা ও এর আশপাশের এলাকার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলা হলেও এ ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাতের কথা বলা হয়নি।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা  এপ্রিল ১৪, ২০১৮

এমএসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।