শুক্রবার (১৩ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
শাহিনুল ইসলাম বলেন, আমাদের পূর্বাভাস প্রতি ৬ ঘণ্টা পর পর হালনাগাদ হয়।
তিনি বলেন, তবে, এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সকাল ৮টায় সারা দেশের আবহাওয়া পরিস্থিতি হালনাগাদ হলে আরেকটি পূর্বাভাস দেওয়া হবে। তখনই এ ব্যাপারে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে ঢাকা ও এর আশপাশের এলাকার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলা হলেও এ ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাতের কথা বলা হয়নি।
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা এপ্রিল ১৪, ২০১৮
এমএসি/এসআই