ঢাকা: কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ১৫৫তম এডিপি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
ভূমি মন্ত্রণালয়াধীন চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
এ সময় রাজশাহী জেলার নবীনগর মৌজার সম্পন্ন হওয়ার এরিয়া সার্ভের কার্যক্রম তুলে ধরেন কোরিয়ান প্রতিনিধিরা। এ কার্যক্রমে এয়ার ক্রাফট ও ড্রোন ব্যবহার করে করা হয়েছে।
চলমান প্রকল্প ছয়টি, মোট প্রকল্প ব্যয় ৪৫৬.১৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি: ২০২৫-২৬ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ১২৮.০০ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে ১৪টি সফটওয়্যার প্রস্তুত ও ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়িত হবে।
প্রকল্পের বাস্তবায়ন কাল জুলাই-২০২০ থেকে জুন-২০২৬ পর্যন্ত। ডিজিটাল জরিপের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর ব্যয়: ১১৬০.৭৫৫৩ কোটি টাকা (জুলাই ২০ জুন ২৭)। এ অর্থবছরে বরাদ্দ এডিপি: ১২৬.৩৮ কোটি টাকা। মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প এর মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৭.৬০ কোটি টাকা। এ অর্থবছরে বরাদ্দ ৯০ কোটি টাকা।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (ইডিএলএমএস) মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৩.৫১ লাখ টাকা। এ অর্থবছরে বরাদ্দ মোট ৬৬.০১ কোটি, পিএল ৩৯.৯২ কোটি, জিওবি ২৬.০৯ কোটি টাকা)। ডিজিটাল জরিপের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর মোট ব্যয় ধরা হয়েছে ১১৬০.৭৫৫৩ কোটি টাকা। এ অর্থবছরে বরাদ্দ ১২৬.৩৮ কোটি টাকা। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব) প্রকল্প এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫৯২.৬২ কোটি টাকা। ১৩৩৩টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ। এ অর্থবছরে এডিপি বরাদ্দ ১৫০.০০ কোটি টাকা।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ডরুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্প এর ব্যয় ধরা হয়েছে ৬৮,৯৭৪৭ কোটি টাকা। এ অর্থবছরে বরাদ্দ ৬.০০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জিসিজি/আরআইএস