ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাত বিদেশিসহ ২৯ জন পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, সেপ্টেম্বর ২, ২০২৫
সাত বিদেশিসহ ২৯ জন পেলেন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

নেপালের ললিতপুরে অনুষ্ঠিত হলো ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস-২০২৫’। পেশাগত দক্ষতা ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিদেশিসহ মোট ২৯ জনকে এই সম্মাননা দিয়েছে সিজন মিডিয়া প্রাইভেট লিমিটেড।

সোমবার পুলচকের দ্য প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (প্রচণ্ড) এবং ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার।

বাংলাদেশ থেকে সম্মাননা পেয়েছেন ইংরেজি দৈনিক দি নিউ নেশন-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক মইনউদ্দিন আহমেদ এবং হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান সুমন। এছাড়া চীন, মালয়েশিয়া, ভুটান, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পেশাজীবীরাও পুরস্কৃত হয়েছেন।

আজীবন সম্মাননা পেয়েছেন হামা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বালকৃষ্ণ শ্রেষ্ঠা। এছাড়া চিকিৎসক, ব্যাংকার, উদ্যোক্তা, সাংবাদিক ও শিল্পীদের মধ্য থেকেও বেশ কয়েকজন এই পুরস্কারে ভূষিত হন।

আয়োজকরা জানান, এই পুরস্কারের উদ্দেশ্য হলো পেশাগত উৎকর্ষ এবং সামাজিক প্রভাব রাখার মাধ্যমে যারা অন্যদের অনুপ্রেরণা জোগান, তাদের আন্তর্জাতিকভাবে সম্মানিত করা।  

ডিএইচবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।