ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, সেপ্টেম্বর ২, ২০২৫
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তাররা।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- শহিদুল ইসলাম (৫২), সাবেক সহ-সভাপতি, শ্যামপুর থানা আওয়ামী লীগ; রাহাত আল ইমতিয়াজ (২৮), সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ; ফাতেমা আলম (৪৫), সাধারণ সম্পাদক, রমনা থানা মহিলা আওয়ামী লীগ; মো. আনোয়ার হোসেন (৫৪), সভাপতি, যুবলীগ, নিলখী ইউনিয়ন, শিবচর, মাদারীপুর; আবদুল্লাহ সিকদার (৪৫), সাধারণ সম্পাদক, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ, রামু, কক্সবাজার; মো. আব্দুল্লাহ (৩১), উপ-ধর্মবিষয়ক সম্পাদক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ; ইসা আহমেদ (২৩), সদস্য, ওবিটি অ্যান্ড এসটিএম, কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগ; আব্দুর রাজ্জাক (৪৩), সাধারণ সম্পাদক, ৩২ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ, মোহাম্মদপুর ও মো. এরশাদুল কবির আবিদ (৪২), সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি।

ডিবি সূত্র জানায়, শহিদুল ইসলামকে ফকিরাপুল থেকে, রাহাত আল ইমতিয়াজকে ধানমন্ডি, ফাতেমা আলমকে রমনা, আনোয়ার হোসেনকে খিলগাঁও, আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর, আব্দুল্লাহকে যাত্রাবাড়ী, আব্দুর রাজ্জাককে রায়েরবাজার, ইসা আহমেদকে ধানমন্ডির ঝিগাতলা ও মো. এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।