ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে উৎসুক জনতার ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, অক্টোবর ১৯, ২০২৫
বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে উৎসুক জনতার ভিড় বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনে উৎসুক জনতার ভিড়। ছবি: জি এম মুজিবুর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় দ্বিতীয় দিনেও সেখানে দেখা গেছে উৎসুক জনতার ভিড়। রোববার (১৯ অক্টোবর) সকাল থেকেই বিমানবন্দরের এক নম্বর গেট ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।

এ সময় অনেকেই মোবাইল ফোনে আগুনে ক্ষতিগ্রস্ত অংশের ছবি ও ভিডিও ধারণ করেন।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। কর্মকর্তারা জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও নিরাপত্তার স্বার্থে তদারকি অব্যাহত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণেও কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বিকেলে আগুন লাগার পর থেকে আমরা আতঙ্কে ছিলাম। আজ এসে দেখি আগুন নিভেছে, কিন্তু এখনও ধোঁয়া উঠছে।

গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান সকাল ৯টায় আসেন এয়ারপোর্টের আগুনের কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা স্বচক্ষে দেখার জন্য, তিনি বাংলানিউজকে বলেন, গতকাল দুপুরের পর থেকে টিভিতে দেখছি আগুন জ্বলছে, শুনেছি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাই নিজের চোখে দেখার জন্য আসলাম।

তিনি আরও বলেন, যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে যাবে।

বিমানবন্দর পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, যেন উদ্ধার ও তদারকি কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

জিএমএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ