শুক্রবার (১৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লালন ওই এলাকার আনার আলির ছেলে।
নিহত লালনের স্ত্রীর বেলী খাতুনের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে একই মহল্লার হাশেম আলীর ছেলে মিন্টু, পিন্টু ও টিপুর সঙ্গে লালনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাতে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু পিন্টু ও টিপুসহ ১০/১৫ জন লোকজন লালনের ওপর হামলা করে। এ সময় তারা লালনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ (সদর সার্কেল) বাংলানিউজকে জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। একই সঙ্গে ওই এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রতীকর ঘটনা না ঘটে সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি