শুক্রবার (১৩ এপ্রিল) ঢাকা অফিসার্স ক্লাবে নবম বিসিএস ফোরাম ও ইউএনডিপি যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশ: টেকসই উন্নয়নের অভিযাত্রা’ শীর্ষক এক কর্মশালায় আলোচকদের বক্তৃতায় এমন অভিমত উঠে এসেছে।
ফোরামের সভাপতি অতিরিক্ত সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, প্রোগ্রাম কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. মোহসীন প্রমুখ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফাতিমা ইয়াসমিন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন সোপানে অবস্থানরত নবম বিসিএস ফোরামের কর্মকর্তারা অব্যাহতভাবে ত্রৈমাসিক ভিত্তিতে সরকারের উন্নয়ন ভাবনা, কৌশল ও বাস্তবায়নের পথ-নকশা বিষয়ে এ জাতীয় নানা সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। এবারের আয়োজন- ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশ’।
বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ঐতিহাসিক অর্জনে দেশের প্রতিটি মানুষের অবদান রয়েছে। এ দেশের কৃষকসমাজ যাদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। বাংলাদেশ এখন চতর্থ বৃহত্তম ফ্রেস-ওয়াটার ফিস প্রডিউসিং কান্ট্রি। অধিকাংশ অদক্ষ শ্রমিক হওয়া সত্বেও বাংলাদেশ পঞ্চম বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রপ্তানিকারক দেশ।
২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য।
অর্থনীতির এ অগ্রগতির ধারা অব্যাহত রেখে এসব লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
জিপি