শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ঘুঘুডাঙা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবু উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ঘুঘুডাঙা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঘুঘুডাঙা গ্রামে আভিযান চালনো হয়। এসময় তার নিজ বাড়ি থেকে বাবুকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানার জিআর ৬৩/০৬ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি