ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার তাগিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, এপ্রিল ১৩, ২০১৮
ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংক মালিকদের এ সংগঠনটির পক্ষ থেকে মোট ১৬৩ কোটি টাকার অনুদান দেওয়া হয়।

 

গত মাসে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে সুদের হার কমানোর বিষয়ে কথা বলার পর শুক্রবারও ব্যাংক মালিকদের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।  

শেখ হাসিনা বলেন, আমি আপনাদের বলতে চাই, ব্যাংকের সুদের হার কমাতে হবে। না হলে দেশে বিনিয়োগ হওয়া সম্ভব না। কাজেই এটা অবশ্যই সিঙ্গেল ডিজিটে আনতে হবে।

‘ব্যাংক ঋণের সুদের হার যদি সিঙ্গেল ডিজিটে আনা হয়, তাহলে আপনারাও লাভবান হবেন। মানুষও ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে আরও বেশি উৎসাহী হয়ে উঠবে,’ যোগ করেন তিনি।  

ব্যাংক মালিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের উত্থাপিত সব সমস্যা সমাধান করেছি। এখন আপনাদের কমিটমেন্ট রক্ষা করতে হবে।
 
অনুষ্ঠানে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও বক্তব্য দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ছাড়াও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
    
আরও পড়ুন>>
** 
প্রতিবন্ধী শিশুর আঁকা ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।