ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিদায় হে ১৪২৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, এপ্রিল ১৩, ২০১৮
বিদায় হে ১৪২৪ বিদায় হে ১৪২৪, কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলা বছরের শেষ সূর্যাস্ত । ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ব্যর্থতা, গ্লানি, জরাজীর্ণতাকে সঙ্গে নিয়ে অস্ত গেলো বাংলা ১৪২৪ বর্ষের সূর্যটি। দিয়ে গেলো নতুনের বার্তা। বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে লাখো পর্যটকের ঢল নেমেছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

শুক্রবার (১৩ এপ্রিল) কক্সবাজারের ১২০ কিলোমিটার সৈকতের ছয়টি পয়েন্টে পর্যটকেরা লাল সূর্যকে বিদায় দেন। বিদায়ী বছরের জন্য প্রকৃতিতে ছিল যেন বিষাদের ছায়া।

তবে শনিবার (১৪ এপ্রিল) নববর্ষ ১৪২৫ বরণের আমেজ দেখা গেলো পর্যটকদের চোখে-মুখে।

জানা গেছে, শহরের চার শতাধিক হোটেল-মোটেলের সাড়ে সাত হাজার কক্ষই বুকিং হয়ে আছে। এসব হোটেলে ওঠা বেশিরভাগ অতিথিই কক্সবাজারে এসেছেন বর্ষবিদায় ও বরণে।  

পর্যটকদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশও। তারকা মানের হোটেলগুলোতে থাকছে বিভিন্ন আকর্ষণীয় অফার ও ইভেন্ট।

বর্ষবিদায় ও বরণে কক্সবাজারে বেড়াতে এসেছেন নবদম্পতি পারভেজ চৌধুরী ও সায়মা চৌধুরী। পুরান ঢাকার বাসিন্দা এ দম্পতি বাংলানিউজকে বলেন, কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগে এসেছি। ইতিমধ্যে হিমছড়ি, পাঠুয়ারটেক, ইনানী ও রামুর বৌদ্ধবিহারগুলো দেখা হয়েছে। তবে বছরের শেষ সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়েছি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার থেকে প্রতিদিন লাখোধিক পর্যটক কক্সবাজারে আসছেন। বিশেষ করে বাংলা নববর্ষ উপলক্ষে আরও বেশি পর্যটক আসা শুরু করেছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। কাজ করছেন সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরাও।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয় জানান, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক মাঠে আছি। সৈকতের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মেতায়েন করা হয়েছে। পাশাপাশি আমি নিজেও মাঠে রয়েছি।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।