শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের পশ্চিম চকপাড়া ও কো-অপারেটিভ ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পশ্চিম চকপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে আকাশ মিয়া (২৩), কো-অপারেটিভ ব্যাংক এলাকার মহব্বত আলীর ছেলে আরমান (২৩) ও মসজিদ কোয়াটার এলাকার আলমগীরের ছেলে আকাশ মিয়া (২৩)।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, তাদের কাছে ১৮ পিস ইয়াবা পাওয়া গেছে। এছাড়া তাদের প্রত্যেকের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিএ