বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোক নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র, নজরুল, লালন, হাচন, মুর্শিদী, ভাটিয়ালী, বাউল, আঞ্চলিক ও পুরনো দিনের গান পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনসহ বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনে রয়েছেন- অধ্যাপিকা দিপ্তী রানি ঘোষ, অধ্যাপক বিনয় হালদার, বাসুদেব শর্মা, সঞ্জয় হালদার, পিযুষ পাল, সাঈদ পান্থ, তানজিম মাহামুদ সিয়াম, পূর্বা সরকার, মাধুরী মস্ত্রী, সুস্মিতা দাস, সালাম মন্ডল, শরিফুল ইসলাম, অবির মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করেন- প্রান্তিক সংগীত বিদ্যালয়ের শিশু শিল্পীরা ও দি অডেশাস- এর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমএস/এসআরএস