যুবসমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই
কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আজকের যুবসমাজ আগামী দিনের দেশের কাণ্ডরী। দিনদিন যুবসমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গড়ে তোলা হয়েছে নসরুল হামিদ স্পোর্টস অ্যাকাডেমি।
এ অ্যাকাডেমির মাধ্যমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সারা বছর খেলাধুলার ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয়।
নসরুল হামিদ স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।