কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা’র ওপর ১০ এপ্রিল রাতে হামলা ও সম্মানহানী ঘটানো হয়।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, আমাদের বোন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি এশা’র ওপর ষড়যন্ত্রমূলকভাবে সম্পূর্ণ গুজব ছড়িয়ে যে ন্যাক্কারজনক, অমানবিক, বর্বরোচিত হামলা ও সম্মানহানী ঘটানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে এমন পাশবিক ঘটনা ঘটানো হয়েছে এবং যে দোষে তাকে দোষী সাব্যস্ত করে নির্যাতন করা হয়েছে তা ইতিমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, দ্রুত তদন্ত কমিটি গঠন করে নির্যাতনকারীদের বিচার, এশা’র বহিস্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্যের বাসায় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক নেতৃবৃন্দ হলেন- মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, গোলাম সরোয়ার কবির, হাসানুজ্জামান লিটন, রাশেদুল মাহমুদ রাসেল, সুজাতুর রহমান, মিজানুর রহমান মিজান, আরিফুজ্জামান মিয়া টুটুল, রফিকুল আলম গাফফারী রাসেল, সৈয়দ আবুল কালাম, শাহিনুর রহমান টুটুল, জসিমউদ্দিন ভুইয়া, রিপন পোদ্দার, মিজানুর রহমান, আশরাফুর রহমান, খায়রুল হাসান জুয়েল, সাইফুল ইসলাম, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকীব বাদশা, আরিফুল ইসলাম উজ্জ্বল।
কাজী নাসিম আল মোমিন রূপক, নুরুল আলম পাঠান মিলন, আব্দুল্লাহ আল মামুন, আবু আব্বাস ভুইয়া, মনিরুজ্জামান লিটন, কেএম হাসনাত, জেদ্দা পারভীর রিমি, শারমিন জাহান, নাসরীন খানম, বাণী ইয়াসমীন হাসি, ফারজানা ইয়াসমীন রিভা, সোহেলী সুবহা সাবিনা।
এইচ এম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, মনোয়ারুল ইসলাম মাসুদ, জয়দেব নন্দী, শাহিনুর রশীদ সোহেল, শাহিন আহমেদ, আবু হানিফ, রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, আলী আশরাফ, নাজমুল হুদা ওয়ারেসি চঞ্চল, এএইচ জিসান মাহমুদ, সাইফুল ইসলাম সাইফ, ইমরান সিরাজ সম্রাট, সুমন কুন্ডু, রেজাউল হাফিজ রেশিম, শামসুল কবির রাহাত, মোস্তাফিজুর রহমান মোস্তাক বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
এছাড়াও বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, সরদার মামুনুর রশীদ মামুন, এহতেশামুল হক রুমী, হাসানুজ্জামান তারেক, আব্দুর রহমান জীবন, শারমিন সুলতানা লিলি, রিফাত হোসেন জিকো, আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, মশিউর রহমান রুবেল, শিহাবুজ্জামান শিহাব, মাহমুদুল হাসান টিটু, আল মাহমুদ সরকার তারেক, আফরিন নুসরাত, শাহারুখ মিরাজ, শেখ রাসেল, নবেন্দু সাহা নব, আশিক রনো, সাফায়েত উল্লাহ, আজিজুর রহমান সরকার, দেলোয়ার রহমান দীপু, আশিকুল ইসলাম, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, শহিদুল ইসলাম, রাইসুল ইসলাম জুয়েল, শাহনেওয়াজ প্রধান শুভ, গোলাম বাকি চৌধুরী, মারুফ বিল্লাহ, রাশেদুল ইসলাম রাসেল, মেহেদী হাসান মোল্লা, ওমর শরীফ, খন্দকার তারেক রায়হান, আতিকুর রহমান আতিক, জাকিয়া জামান, তনমি হোসেন, তানজিম শারমিন মিশোরি, সাহাবুদ্দিন চঞ্চল, সালমান হোসেন, বিপ্লব হোসেন পলাশ, ইসমাইল হোসেন সুমন, দেবাশিষ আইচ, মোস্তাফিজুর রহমান রাজু, সৌমেন চন্দ্র বোস, তৌহিদ আল হোসাইন তুহিন, হাবিবুল্লাহ শিশির, কপিল হালদার সজল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমআইএইচ/এমএইউ/