ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যমুনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, এপ্রিল ১২, ২০১৮
যমুনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সংলগ্ন যমুনা নদীতে গোসল করতে গিয়ে সাথী খাতুন (১০) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

সাথী উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে ও ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাথী।

বিকেলে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিদ্দীকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসেছে উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয়রা জানান, সাথী তার সহপাঠীদের সঙ্গে যমুনায় গোসল করতে নেমে পানির গভীর বেশি ও স্রোত থাকায় নিখোঁজ হয়ে যায়। এ সময় তার সহপাঠীরা তাকে খুজে না পেয়ে স্বজনদের খবর দেয়। পরে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।