ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ১২, ২০১৮
নাটোরে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড

নাটোর: নাটোরে অস্ত্র মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে একজনকে ১০ বছর ও অন্যজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) পৌনে চারটার দিকে যুগ্ম জেলা জজ (প্রথম) আদালতের বিচারক মো. নুরুজ্জামান সরকার এ আদেশ দেন। এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল আলীম (২৭) ও একই গ্রামের শেখ মধু মিয়ার ছেলে আলমঙ্গীর শেখ (২৪)।

নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) সামসুন নাহার বাংলানিউজকে জানান, ২০০৬ সালের ১৭ মার্চ বিকেলে সদর উপজেলার ভাটোদারা হাজরা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি পাইপ গান, দুইটি হাসুয়া ও চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  
 
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হলে তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী বিকেলে বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।