ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, এপ্রিল ১২, ২০১৮
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মহসীন আলী নামে এক কৃষক হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়া তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক জাকির হোসেন খান এ রায় দেন।  

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত নূর বক্সের ছেলে জয়নুর (৪৫), ওয়াজ (৪৮), ছোটবুড়ো (৪৪), মওলা বক্সের ছেলে কুদ্দুস (৩৮) ও মোসলেমের ছেলে লতিফ (৪০)।

আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১৬ জানুয়ারি গোবিন্দহুদা গ্রামের কৃষক মহসীন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত।  


বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।