এছাড়া তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক জাকির হোসেন খান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত নূর বক্সের ছেলে জয়নুর (৪৫), ওয়াজ (৪৮), ছোটবুড়ো (৪৪), মওলা বক্সের ছেলে কুদ্দুস (৩৮) ও মোসলেমের ছেলে লতিফ (৪০)।
আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১৬ জানুয়ারি গোবিন্দহুদা গ্রামের কৃষক মহসীন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসআই