বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভোরে কচ্ছপিয়ার তিতারপাড়া থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমসহ তাকে আটক করা হয়।
আটক সাদ্দাম একই গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র।
র্যাব সূত্র জানায়, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে আটক ছাত্র। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য গ্রুপের সঙ্গে যুক্ত হয় সে। এ সমস্ত গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক পরীক্ষার্থীদের কাছে থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে। পরে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়ার কাজ করে সাদ্দাম। এই চক্রটি আরও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে।
আটক সাদ্দামের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও র্যাব জানায়।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
টিটি/জিপি